ফকির উয়ায়ছী
নছবী আর হছবী বড়
ছোট নয়।
তালিমেতে
পূর্ন যে সেই বড়
হয়॥
নছবী না পাও যদি
সঠিক খুজিয়া।
হছবীর
বাড়ির রাস্তা লও বিচারিয়া॥
না বুঝিয়া পীর যদি
ধর দুনিয়াতে।
হইবে ঠিকানা তোমার দোজকেতে॥
জাহেলের
হাতে যদি দাও তুমি
হাত।
কাফেরের
মউত তুমি পাইবে নির্ঘাত॥
পীর কামেল কিনা? লও
যাচাই করিয়া।
পাইবে
সুখ তুমি জনম ভরিয়া॥
নছবীর
গুরুর নিয়া তুমি থাক
বসিয়া।
আলবত যাইবে তুমি ধ্বংশ
হইয়া॥
ফকির উয়ায়ছী
কয় সময় থাকিতে।
সঠিক খুজিয়া
লও তুমি নিজ্ব জ্ঞানেতে।।
No comments:
Post a Comment