আজ অফিসে আসার পথে বাসে বসে মনটা খুব খারাপ হচ্ছিল। মনের মধ্যে এই কথাগুলি হচ্ছিল। শেয়ার করলাম আপনাদের সাথে। যদি আপনাদের ভাল লাগে আল্লাহর কাছে হাত ইঠিয়ে আরজ করবেন। আমি এখনই আরজ করে রাখছি নামাযে সময় যদি অশরীরি জবীটি ভুলিয়ে দেয়।
আল্লাহ তুমি স্বহস্তে আদম (আমাদের)কে বানিয়েছ সেটা তুমি গর্ভ করেই তোমার কিতাবে বলেছো। তবে কেন তুমি আমাদের অধিকাংশ দিয়ে জাহা্ন্নাম পূর্ণ করবে? সেটাও কোরআনে বলে দিয়েছো। এমননি হাদিসে রাছুল সা. বলেছেন প্রতি হাজারে ৯৯৯ জনই জাহান্নামে যাবে। হায় আল্লাহ তোমার এত সাধের সৃষ্টিদের কেন আগুনে পুড়াবে? কেন তুমি আমাদের চোখ খুলে দাও না? যাতে আমরা জাহান্নামীদের অনুসরনকৃত পথের দিকে না যাই। হে আল্লাহ আমার আরজ; তোমার হুকুম রাছুলকে অনুসরন এবং রাছুলের হুমুক আহলে বায়তের অনুসরন; যেন সঠিক ভাবে করে যেতে পারি। বেহেস্তের আশা করবো না এমনকি দোযখে যাওয়ার কাজও করবো না। আশা শুধু তোমাকে পাবার। তুমি কোথায় মিলবে সেটা তোমার উপরই রইল।
------------------------------------------ফকির উয়ায়ছী
No comments:
Post a Comment