Saturday, February 28, 2015

বোবা কানার হাট

ফকির উয়ায়ছী:
বোবার হাটে বলছি কথা
শুনার কেহ নাই
বাক দিয়েছেন আল্লাহ আমায়
তাই দয়াময়ে শুকরিয়া জানাই।
অন্ধের সামনে ধরেছি সহিহ
দেখার নাই কারো আখি।
দেখাইছেন তিঁনি দেখেছি আমি
বলছি তাই আপনাদের সভায়।
বিবেক মইরাছে যার
কেমন পারমু বুঝাইবার
বৃথা চেষ্টা আমি কইরা
হইতেছি যে দিশাহারা।
ফকির উয়ায়ছী চিল্লায় কয়
আল্লার সৃষ্টির কৃতজ্ঞতা হয় ।।।

এন বি:- আল্লাহ আমাকে দুনিয়ায় সৃষ্টি করেছেন নিশ্চয়ই তাঁর কোন উদ্দেশ্য আছে। তাই চিৎকার করে তিঁনার কিছু কথা বলে কৃতজ্ঞ হই। না হয় যে অকৃতজ্ঞ প্রানী বোবা জন্তুই রয়ে যাবো

No comments:

Post a Comment

Visitors